রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

কাপাসিয়া দারুল উলুমে ৪২ বছরপূর্তি সম্মেলন শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জাকারিয়া হারুন: কাপাসিয়া দারুল উলুম মাদরাসার প্রাক্তন ছাত্রদের নিয়ে ঐতিহ্যের ৪২ বছর পূর্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগামী ২৫ জানুয়ারি (শনিবার) সকাল ১০ টা থেকে সম্মেলন শুরু হবে। শুধু নিবন্ধনকৃত ছাত্রদের জন্য ১ম অধিবেশন। আর ২য় অধিবেশন বাদ জোহর ও তৃতীয় অধিবেশন বাদ মাগরিব সকলের জন্য উন্মুক্ত।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন আলহাজ্ব কারী আব্দুল গাফ্ফার। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন মাওলানা আব্দুস সলাম। তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন মুফতি জাহাঙ্গীর হুসাইন কাসেমী।

প্রথম অধিবেশন স্মৃতিচারণমূলক। শুধু নিবন্ধনকৃত প্রাক্তন ছাত্রদের জন্য এ অধিবেশন। দ্বিতীয় অধিবেশন সকলের জন্য উন্মুক্ত দুপুর ২ টা ৩০ মিনিট থেকে ৪টা পর্যন্ত। আলোচক করবেন আল্লামা জুনায়েদ আল হাবিব।

তৃতীয় অধিবেশনও সকলের জন্য উন্মুক্ত বাদ মাগরিব সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন জাগ্রত কবি মুহিব খান ও কলরবের শিল্পীবৃন্দ।

ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানর হাজার হাজার ছাত্র দেশ ও বর্হিবিশ্বে ইসলাম ও মুসলিম উম্মাহ নিয়ে কাজ করে যাচ্ছে।

উল্লেখযোগ্য কয়েকজন ছাত্রের নাম দেয়া হলো- মাওলানা হারুনূর রশিদ (সিনিয়র মুহাদ্দিস, কাপাসিয়া দারুল উলূম মাদরাস), মুফতি জাহাঙ্গীর হুসাইন কাসেমী (সিনিয়র মুহাদ্দিস, জামিয়া নূরিয়া টঙ্গী), মুফতি রফি উদ্দীন (শিক্ষা সচিব, বাইতুল উলুম ঢালকানগর, ঢাকা), মাওলানা নাজমুল হাসান মাসুম (২০০৬ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম মনোনীত হন) মাওলানা শহীদুল্লাহ (সিনিয়র শিক্ষক, জামিয়া ইসলামিয়া আম্বারশাহ, ঢাকা)।

মাওলানা রফি উদ্দীন (উপাধ্যক্ষ, লতিফপুর আলিম মাদরাসা), মাওলানা রেজাউল করীম (মুহতামীম, মাদরাসা নূরুল কুরআন), মাওলানা আহমদ আলী (মহাসচিব, তানযীমুল মাদারিসিল কওমীয়্যাহ) মুফতি আজমল হুসাইন খান (সভাপতি, কাপাসিয়া কওমী পরিষদ), মুফতি আফসার উদ্দীন, মুফতি ইমদাদুল্লাহ (মুহাদ্দিস, বাবুস সালাম মাদরাসা, এয়ারপোর্ট), শায়েখ মাসুদ সালাম মাদানী (এমফিল, মদীনা ইসলামী বিশ্ব বিদ্যালয়) প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ