নুরুল্লাহ্ আশরাফী
ইন্ডিয়া থেকে>
ভারতের প্রসিদ্ধ আলেম, দারুল উলুম নদওয়াতুল উলামা লক্ষনৌর সিনিয়র মুহাদ্দিস ও মুফাসসির মাওলানা বুরহানউদ্দিন সাম্ভলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি লক্ষনৌর এক হাসপাতালে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি কয়েকবছর যাবৎ দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
এদিকে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী হাদিসের দরস শেষে দারুল শিক্ষার্থীদের নিয়ে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছেন।
তিনি ১৯৩৮ সালে ভারতের মুরাদাবাদ জেলার সাম্ভল নামক স্থানে জন্মগ্রহণ করেন। দারুল উলুম দেওবন্দ থেকে ফারাগাতের পর কিছুদিন দিল্লির জামিয়া আমিনীয়ায় দরস তাদরীসের খেদমত আঞ্জাম দেন। পরবর্তীতে দারুল উলুম নদওয়াতুল উলামা লক্ষনৌ থেকে ডাক আসলে তিনে সেখানে চলে যান এবং আমৃত্যু সেখানে হাদিসের মসদনে ইলমে নববীর দ্যুতি ছড়াতে থাকেন। তিনি নদওয়াতুল উলামার শায়েখে তাফসীর এবং মজলিসে তাহকীকাতে শারইয়্যার সদর ছিলেন।
পুরো ভারতজুড়ে অসংখ্য মাদরাসা তার দিকনির্দেশনায় চলতো। তিনি ছিলেন ফিকহ্ শাস্ত্রে ভারতীয় মুসলমানদের একমাত্র আস্থা ইসলামী ফিকাহ্ একাডেমীর নায়েবে সদর।শেষ বয়সে প্রচন্ড অসুস্থতা সত্ত্বেও বছরজুড়ে ফিকাহ্ একাডেমীর অনুষ্ঠিত হওয়া প্রতেকটি সেমিনারে গুরুত্বের সাথে অংশগ্রহণ করতেন।
-এএ