রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন ২৩ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক
সাভার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে অবস্থিত দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদরাসার অনাবাসিক শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ২৩ জানুয়ারি।

এ উপলক্ষে একটি সাধারণ আলোচনা সভার আয়োজন করেছে মাদরাসা কর্তৃপক্ষ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাদিকুর রহমান হিরু। তিনি এ মাদরাসার প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী ও সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন-শ্রমিক ফেডারেশন।

আলোচনা ও মতবিনিময় সভার সভাপতিত্ব করবেন দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল ও আল্লামা শাহ আহমদ শফীর খলিফা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী।

প্রধান ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. ওবায়দুর রহমান। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তিনি।

এছাড়াও আলোচনা করবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোশারফ হোসাইন, এ মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আরিফুল ইসলাম ও এ মাদরাসার মুদাররিস মুফতি গাজী সিদ্দিকুর রহমান।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন- দারুল উলুম মাবিয়ার সভাপতি আলহাজ্ব মিনহাজ উদ্দিন মুসা মিয়া, সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাসুদুর রহমান ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য জনাব হাসান সরদার।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ