রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

ঢাবি অধ্যাপককে ছাত্রলীগ নেত্রীদের মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রীদের দুই গ্রুপের মধ্যে মারামারি থামাতে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্বারা শারীরিক লাঞ্চনার শিকার হওয়ার অভিযোগ করেছেন হলের সহকারী আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক জোবায়দা নাসরিন।

এ ঘটনায় সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ হলের প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এ ঘটনা ঘটে বলে দাবি করেন ওই হলের সহকারী আবাসিক শিক্ষক জোবাইদা নাসরীন।

তিনি তার অভিযোগে লিখেন, গত ৫ জানুয়ারি আমি হলের প্রাধ্যক্ষ ড. জাকিয়া পারভীন ম্যাডামের নির্দেশে হল ছাত্রলীগের নেতাকর্মীদের মারামারি নিয়ন্ত্রণ করার জন্য হলে যাই। সেখানে এক ছাত্রীকে মারধর করে তার কক্ষ থেকে বের করা হচ্ছিল। এসময় তাকে নিরাপদে সরিয়ে নিতে জড়িয়ে ধরি। ওই ছাত্রীকে নিয়ে হলের গেটে আসার চেষ্টা করলে হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা আমাকে মারধর করে। আমার চুল ধরে টেনে ফেলে দিয়ে মারধর করে। গালাগালি করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর (৪ জানুয়ারি) আগের রাতে হলে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সালসাবিল রাবেয়া ও তার সমর্থকরা হলের ছয় ছাত্রীকে শাড়ি বিতরণ করেন। ওই ছয়জনকে প্রতিষ্ঠাবার্ষিকীর শাড়ি দেননি হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক জাহান। অনুমতি না নিয়ে ছয়জনকে শাড়ি দেয়ায় সালসাবিল ও তার সমর্থকদের ওপর  ক্ষুধ্ব হন তিনি। এ নিয়ে শুক্রবার রাতেই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে ফের এ নিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টের নির্দেশে ওই হলের আবাসিক শিক্ষক ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা নাসরীন পরিস্থিতি শান্ত করতে গেলে তার ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তিনি সালসাবিলকে উদ্ধার করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে অধ্যাপক জোবায়দা নাসরিনের অভিযোগ অস্বীকার করে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক জাহান রাইয়ান বলেন, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। এর প্রমাণ তিনি দিতে পারবেন না।

অভিযোগের বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকিয়া পারভীন বলেন, জোবাইদা আমার হলের একজন সাহসী হাউজ টিউটর (আবাসিক শিক্ষক)। হলের যে কোনো সমস্যা তিনি সাহসের সঙ্গে মোকাবিলা করেন। তার ওপর হামলার ঘটনা অবশ্যই ন্যক্কারজনক। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত কমিটি প্রতিবেদন তৈরি করেছে। এখন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ