রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

জামিয়া গহরপুরের মাহফিল থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের ৬৩ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ জানুয়ারি (বৃহস্পতিবার ) সকাল ১০টা থেকে শুরু এ মাহফিল শেষ হয় শুক্রবার বাদ ফজর।

জামিয়ার শাইখুল হাদিস মাওলানা সা’দ উদ্দিন বাদেশ্বরী ও মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজুর সভাপতিত্বে মাহফিলে দেশ-বিদেশের বরেণ্য ওলামায়ে কেরাম নসিহত পেশ করেন।

মাহফিলে বক্তারা কোরআন-সুন্নাহর আলোকে আল্লাহর একত্ববাদ, রাসূল সা.-এর আদর্শ, দীন প্রতিষ্ঠায় মাদারিসে কওমিয়্যাহ ও উলামায়ে দেওবন্দের অবদান, বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর করণীয় বিষয়ে সারগর্ভ আলোচনা পেশ করেন। এছাড়াও মাহফিল থেকে সকলে একযোগে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষনার দাবী জানান।

মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মাওলানা সালেহ আহমদ মাক্কীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আযহার মাদানী, মাওলানা শফিকুল হক সুরইঘাটি, মাওলানা আব্দুস শহীদ শাইখে গলমুকাপনী, মাওলানা নূরুল ইসলাম খাঁন সুনামগঞ্জী, মুফতি আবুল হাসান জকিগঞ্জী, জমিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুজিবুর রহমান শারিঘাটী, মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা বাহাউল ইসলাম আহসান, মাওলানা আব্দুল কাইয়ূম হাজিপুরী, মাওলানা শরীফ মুহাম্মদ, মুফতি মিনহাজ উদ্দিন, মাওলানা নাজমুদ্দিন কাসেমী, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আব্দুল মুন্তাকিম, মাওলানা তাহের আহমদ সুনামগঞ্জী প্রমুখ।

শক্রবার বাদ ফজর ফজরের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মাওলানা শফিকুল হক সুরইঘাটীর মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ