আওয়ার ইসলাম: ছোট্ট বয়সেই দারুণ এক গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে ইরানি বালিকা জাহরা পার্জকার। মাত্র ১১০ দিনে ফার্সিভাষার অনুবাদসহ সম্পূর্ণ কুরআনে কারিম মুখস্থ করেছে সে। হাফেজা হওয়ার পাশাপাশি সবচে কম সময়ে ভিন্ন আরেকটি ভাষায় কুরআনের অনুবাদ মূখস্ত করার বিশ্বরেকর্ড এটি।
জাহরা পার্জকার ইরানের একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বয়স মাত্র ১৫ বছর। কয়েকমাস আগে তার কয়েকজন বান্ধবীর সঙ্গে সেও একটি তাহফিজুল কুরআন একাডেমিতে ভর্তি হয়। সবাইকে অবাক করে দিয়ে মাত্র ১১০ দিনে হাফেজা হওয়ার পাশাপাশি কুরআনের ফার্সি অনুবাদ মুখস্থ করতে সক্ষম হয় ইরানি এই বিস্ময়কর বালিকা। এ সময়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুখস্থ করতে পেরেছে মাত্র ১৫ পারা।
ইরান শিক্ষা মন্ত্রণালয়ের কুরআন শাখার বিভাগীয় প্রধান জানান, এই অল্প সময়ে হাফেজা হওয়ার সঙ্গে কুরআনে কারিম ফার্সিভাষায় মুখস্থ করে আমাদের যাহরা বিশ্বরেকর্ড গড়ে দেশের মান উজ্জ্বল করেছে, আমরা তার আলোকিত ভবিষ্যতের প্রত্যাশা করি।
আখবার ইরান ডটনেট অবলম্বনে বেলায়েত হুসাইন
-এটি