আওয়ার ইসলাম: সারা দেশে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার অন্যান্য বছরের তুলনায় বেড়েছে বটে, কিন্তু এবার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় ৯টি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। যা গত বছর ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ।
জেএসসি-জেডিসি পরীক্ষায় এবার পাসের হার বাড়লেও ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর অবশ্য কোনো পরীক্ষার্থীই পাস করতে না পারা প্রতিষ্ঠানের সংখ্যা আরও বেশি ছিল।
এবার জেএসসিতে ১৪টি এবং জেডিসিতে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর জেএসসিতে ২০টি এবং জেডিসিতে ২৩টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীই পাশ করতে পারেনি।
-ওএএফ