নুরুল্লাহ্ আশরাফী
দেওবন্দ থেকে
কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর রুহের মাগফিরাত কামনায় দারুল উলুম দেওবন্দের দাওরায়ে হাদিসের ছাত্রদের নিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বুখারী শরীফের দরসে দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরী সকল ছাত্রদের আল্লামা আশরাফ আলী রহ.-এর ইন্তেকালের সংবাদ দেন এবং তার রুহের মাগফিরাতের জন্য ঈসালে সওয়াব করে বিশেষ মুনাজাত করেন।
মোনাজাতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন। ছাত্ররা কান্নায় ভেঙে পড়েন এবং আমিন আমিন ধব্বনিতে মুখরিত হয় দেওবন্দের দরসগাহ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, জামিয়া মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও বাংলাদেশ হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফীর ইমামতিতে কুমিল্লায় মরহুমের নিজ গ্রামে জানাজা নামাজ সম্পন্ন হয়। সেখানেই তার তাকে দাফন করা হয়।
এর আগে আল্লামা আশরাফ আলী সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তিনি রাজধানীর আসগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আল্লামা আশরাফ আলী রহ. কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ফলডার পাড় গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৩ সাল থেকে রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় হাদিসের দরস দিচ্ছিলেন। প্রিন্সিপাল হিসেবে এই মাদরাসাটিকে সুনামের সাথেই পরিচালনা করে আসছিলেন।
বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটির কো-চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছিলেন তিনি।
আরএম/