আওয়ার ইসলাম: প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশিত হবে ৩১ ডিসেম্বর।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মুহা. বদরুল হাসান বাবুল ৩১ ডিসেম্বর পঞ্চম শ্রেণীর সমাপনীর ফল প্রকাশের তথ্যটি নিশ্চিত করেন।
এদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পঞ্চম শ্রেণি এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সমাপনী পরীক্ষার ফল হস্তান্তর করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন। ওইদিন প্রধানমন্ত্রী বই উৎসবেরও উদ্বোধন করবেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া জেএসসি-জেডিসি পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। এতে অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী।
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ২২ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর। আর এ পরীক্ষায় অংশ নেয় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী।
-এএ