সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

ডুয়েট সাংবাদিক সমিতির যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডুয়েট প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাংবাদিকদের সংগঠন ‘ডুয়েট সাংবাদিক সমিতি’ আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় ডুয়েট সাংবাদিক সমিতির অনুমোদন দেয় ডুয়েট প্রশাসন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহামুদুল হাসান (রাজ) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুজন সরকার। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে ইইই বিভাগের তৌহিদ আহমদ সাকিব।

কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন- ডুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম, রেজিস্ট্রার, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কাশেম, বিভাগ অধ্যাপক ড. মুহাম্মদ নাসিম আক্তার, অধ্যাপক আব্দুস সাহিদ, অধ্যাপক ড. মুহা. আব্দুস সালাম, মুহা. রেজাউল করিম, ড. মুহা. ওয়ালিউর রহমান মিয়া।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন- ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম তানিম; এমই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ আফতাবুল ইসলাম; টিই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম সুজন।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন- সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফুল অ্যাস্ট্রো, দপ্তর ও প্রচার সম্পাদক ইইই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মুহা. আবদল্লাহ টিপু, অর্থ সম্পাদক হিসেবে এমই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী এফ এইচ ফুয়াদ এবং নির্বাহী সদস্য মাহমুদুল হাসান সোহেল, সুরুনজিৎ সর্দার, সাব্বির আহমেদ, শেখ মোহাম্মদ মুরাদ, তাওহীদুর রহমান তানভীর, নিরব।

নতুন কমিটির ব্যাপারে অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের ও দেশের ভাবমূর্তি উন্নয়নে ডুয়েট সাংবাদিক সমিতি ইতিবাচক কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করছি। সর্বদা সত্যের পথে থেকে ডুয়েটকে বিশ্বের কাছে তুলে ধরবে।

নতুন কমিটির সভাপতি মাহামুদুল হাসান (রাজ) বলেন, গনমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ডুয়েটকে আরো সামনে এগিয়ে নিতে চাই। ডুয়েট সাংবাদিক সমিতির অনুমোদন দেয়ায় আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী এগিয়ে যেতে পারব।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ