নুরুল্লাহ আশরাফী
দেওবন্দ প্রতিনিধি
অবশেষে ভারতের উত্তরপ্রদেশের সাহরানপুর জেলার দেওবন্দ এলাকার ইন্টারনেট পরিষেবা ৷ সোমবার থেকেই স্বাভাবিক করা হল ইন্টারনেট পরিষেবা৷ এর আগে গত ১৬ ডিসেম্বর থেকে এ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে বিজেপি সরকার।
বিভিন্ন বরাতে জানা যায়, গত কয়েকদিন সাহারানপুরসহ দেওবন্দ এলাকায় পুলিশি টহল অব্যাহত ছিল। তবে গতকাল (রোববার) থেকে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে| দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীরাও নিয়মতান্ত্রিকভাবে ক্লাসে বসছে। বাহিরে বের হওয়ার ওপরও কোন নিষেধাজ্ঞা নেই।
গত সোমবার (১৬ ডিসেম্বর) ভারতের ঐতিহ্যবাহি দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দেও নাগরিত্ব বিলের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। দফায় দফায় পুলিশের সাথে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে শিক্ষকদের আহ্বানে বিক্ষোভ থেকে ফিরে যায় দারুল উলুমের ছাত্ররা। বিক্ষোভের জেরে এই এলাকার ইন্টারনেট বন্ধ করে দেয় বিজেপি সরকার। এই ঘটনার ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ইন্টারনেট পরিষেবা চালু করার নির্দেশ দেয় স্থানীয় আলেমরা।
আরএম/