আওয়ার ইসলাম: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিট মার্সার এবং র্যাচেল ও’নুনাইনকে হারিয়ে, ‘আইইউবি এসেনশন ২০১৯’ এর উন্মুক্ত ক্যাটাগরির চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে নিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর সাজিদ খন্দকার ও সৌরদিপ পল এর দল।
এ বছর বিতর্ক উৎসবের থিম ছিলো ‘অবিচার’। সারা বিশ্বে চলমান অন্যায় ও অবিচারের বিরুদ্ধে যুক্তিপূর্ণ বাগ্মিতার অপরিসীম গুরুত্ব তুলে ধরাই ছিলো এর প্রধান লক্ষ্য।
চ্যাম্পিয়ন দলের সৌরদিপ পল বলেন, বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ বিতর্ক অভিজ্ঞতা, এসেনশন। আমি অত্যন্ত কৃতজ্ঞ এ জন্য যে, ঢাবির আইবিএতে আমার সর্বশেষ বিতর্ক টুর্নামেন্ট ছিল এসেনশন। এই টুর্নামেন্ট এর ডেকোরেশনের প্রতিটি উপাদান এবং অমায়িক অতিথিপরায়ণতা, আমি সব সময় মনে রাখব।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর কিট মার্সার বলেন, এসেনশনের যেই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি অনুরণিত করেছে, তা হলো সাড়া বিশ্ব থেকে আসা বিতার্কিকদের সংখ্যা এবং অত্যন্ত দক্ষ কেন্দ্রীয় বিচারক প্যানেল। দেশ বিদেশের অনেক বিতার্কিক এবং বিশেষত স্কুল বিতার্কিকদের এই টুর্নামেন্টে আনার জন্য এই সার্কিটের আগ্রহ ও উদ্দীপনা দেখে আমি সত্যিই আনন্দিত। আমি মনে করি এটি বিশ্বের শ্রেষ্ঠ বিতর্ক টুর্নামেন্ট গুলোর মধ্যে অন্যতম।
হাইস্কুল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় একাডেমিয়া স্কুলের মাহাথির ও মানাল এর দল। রানার্সআপ হয় এসএফএক্স গ্রিনহেরাল্ড এর অঙ্কিতা দে এবং রিশী ভট্টাচার্য।
নভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সৈয়দ শাদাব এবং আয়মানুল ইসলামের দল। আর রানার্সআপ হন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি)এর যাহিন রাইদাহ ও তৌকির আযম চৌধুরী।
শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন, উন্মুক্ত ক্যাটাগরিতে আইবিএ এর সাজিদ খন্দকার, হাইস্কুল ক্যাটাগরিতে মাস্টারমাইন্ডের ইনকিয়াদ পাটোয়ারী এবং নভিস ক্যাটাগরিতে ভারতের ইগ্নাইট মাইন্ডস এর রোহিত মিধা।
-এএ