আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বাের্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেফাকের পরীক্ষ নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা ফি সম্পর্কিত বিস্তারিত জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফি জমা দেয়ার শেষ তারিখ : ৩০ জুমাদাল উলা এবং বিলম্বের ক্ষেত্রে শতকরা ১০% হারে বর্ধিত ফিসহ ১৫ জুমাদাল উখরা ১৪৪১ হিজরী পর্যন্ত। এরপর কোন ভাবেই ফি গ্রহণ করা হবে না। এবং ফি জমাদানের সময় নিবন্ধনের কোন সুযােগ নেই।
ফি-এর বিবরণ (দেখুন ছবিতে)
ফি-এর টাকা পাঠানোর নিয়মাবলী
১। নিজ হাতে/ লোক মারফতে ফরম ও টাকা একত্রে পাঠানো যাবে।
২। ব্যাংকের মাধ্যমে: “বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ /Vefaqul Madarisil Arabia Bangladesh” নামে ডি. ডি করে ডি. ডি এর মূল কপিটি ফরমের সাথে পাঠাতে হবে।
*নোট : (ক) চেক, টি.টি. অনলাইন, কুরিয়ার সার্ভিস বা খামের ভিতর অথবা অন্য কোন পন্থায় টাকা পাঠালে বেফাক কর্তৃপক্ষ এ টাকা উত্তোলন করবেন না এবং এর কোন দায়- দায়িত্বও বহন করবেন না।
(খ) পরীক্ষার্থী ফরমের সাথে ডি.ডি এর মূল কপি সংযোজন না থাকলে ফরম গ্রহণ করা হবে না।
বিঃদ্রঃ- হাতে হাতে নিবন্ধন ফরম ও ফি এবং অন্তর্ভূক্তি ফরম ও ফি পৌঁছানোর সুবিধার্থে মারকাযের অন্তর্ভূক্ত সকল মাদরাসার কাগজপত্র ও ফি-এর টাকা এক সাথে বেফাক অফিসে নিয়ে আসা যেতে পারে।
আরএম/