আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ইতিহাসে এই প্রথমবারের মত সাবেক ছাত্রদের মিলন মেলা বসতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আগামী ১১ জানুয়ারি শনিবার ২০২০।
১ম পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণে ইচ্ছুক অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যদেরকে আগামী ২০ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে সম্মেলনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে।
অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য হওয়ার প্রক্রিয়াও চলমান আছে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ- অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ, আহ্বায়ক (০১৭১৮০৮২৫৯৫); অধ্যাপক ড. মো. আবদুল কাদির, যুগ্ম আহবায়ক (০১৯৭১০৪৩০৬৫); ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক (০১৭১১৩০৫৮৪৬); ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, সদস্য সচিব (০১৭১২১৫০০৪৮); ড. আব্দুল্লাহ্ আল্-মারূফ (০১৫৫২৩৪৬১১৩); জনাব কে. এস. এম. ছালেহ (০১৬৭৬৭৬১৬৪২); জনাব মো. আবদুল হক (০১৭১৬৩২৮৭৮৮)।
রেজিস্ট্রেশন ও অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য ফর্ম পেতে লিঙ্ক-এ ক্লিক করুন। রেজিস্ট্রেশনের নিয়মাবলী পেতে ক্লিক।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগগুলোর মধ্যে আরবী বিভাগ অন্যতম। ‘Corner stone of the University’ হিসেবে খ্যাত এ বিভাগের যাত্রা শুরু হয়েছিল চারজন শিক্ষক নিয়ে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নে। তখন এ বিভাগের নাম ছিল ‘আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগ।
শামসুল উলামা আবু নসর অহীদ ছিলেন এ বিভাগের প্রথম ‘হেড অব দি ডিপার্টমেন্ট’। এ বিভাগেরই প্রাক্তন ছাত্র ও শিক্ষক ড. এস. এম. হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্য থেকে এ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর-এর পদ অলংকৃত করেন।
১৯৮০ সালে আরবী বিভাগ স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এ বিভাগে মোট ২৭ জন শিক্ষক কর্মরত রয়েছেন যাদের মধ্যে ২১ জন নিয়মিত, ১ জন সংখ্যাতিরিক্ত অধ্যাপক ও ৫ জন খণ্ডকালীন শিক্ষক।
বর্তমানে বিভাগের বিভিন্ন একাডেমিক স্তরে প্রায় ৮০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিভাগটি বর্তমানে আরবী ভাষা-সাহিত্য ও ভাষাতত্ত্বে চার বছর মেয়াদি বি. এ. (সম্মান), এক বছর মেয়াদি এম. এ., দু-বছর মেয়াদি এম. ফিল. ডিগ্রি প্রদান করছে।
এছাড়া এখানে ৪ বছর মেয়াদি আরবী ভাষা-সাহিত্য ও ভাষাতত্ত্বে পিএইচ. ডি. প্রোগ্রামও চালু রয়েছে। বিভাগটিতে ছাত্রদের সুবিধার্থে একটি সমৃদ্ধ সেমিনার লাইব্রেরি রয়েছে যাতে আধুনিক ও প্রাচীন আরবী ভাষা-সাহিত্য ও ভাষাতত্ত্বের ওপর পর্যাপ্ত বই, জার্নাল, সাময়িকী ও থিসিস পেপার রয়েছে।
মধ্য আরবী বিভাগের একাডেমিক কমিটির প্রস্তাবক্রমে ও ডিনস কমিটির সুপারিশ অনুযায়ী ২১/০৭/২০১৬ তারিখের সিন্ডিকেট সভায় আরবী বিভাগের অধীনে Centre for Arabic Teaching, Training and Research (CATTR)’’ নামে একটি সেন্টার খোলার অনুমতি প্রদান করা হয়।
এ সেন্টার প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুক বিভিন্ন সামরিক-বেসামরিক পেশাজীবী যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স ও শিক্ষকগণকে মৌলিক কথোপকথনের আরবী ভাষা শিক্ষা দান করা।
এছাড়া সেন্টারটি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরবী ভাষার শিক্ষকদের শিক্ষাদানের মানোন্নয়নেরও বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণ পরিচালনা করছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে আরবী বিভাগের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
আরএম/