আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মিরপুরস্থ শেওড়াপাড়ার উচ্চতর ইসলামি জ্ঞানচর্চা কেন্দ্র মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া আসছেন ভারতের দারুল উলুম দেওবন্দের উচ্চতর ইসলামি গবেষণা অনুষদের পরিচালক ও প্রধান মুশরিফ মুফতি আব্দুল্লাহ মারুফী।
আজ সোমবার বাদ মাগরিব মারকাযের মিলনায়তনে অনুষ্ঠেয় 'সনদে হাদিস পর্যালোচনা ও রাবীদের শ্রেণিবিন্যাসে ভারসাম্য মানদণ্ড' শীর্ষক আন্তর্জাতিক ইসলামি সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন তিনি।
সেমিনারে বাংলাদেশেরও একাধিক গবেষক আলেম উপস্থিত থাকবেন, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.এবিএম হিজবুল্লাহ, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া-মিরপুর ৭ -এর মুহতামিম মুফতি খালেদ সাইফুল্লাহ, দারুল উলুম মিরপুর ১৩-এর মুহতামিম মুফতি রেজাউল হক মুহাম্মাদ আব্দুল্লাহ ও মুহাম্মাদপুরের মাদরাসাতুস সাহাবাহর মুহতামিম মাওলানা আমিনুর রহমান প্রমুখ।
মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকার পরিচালক মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমীর সভাপতিত্বে এই সেমিনার বাদ ইশা আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।
আরএম/