আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন বেফাক মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চোধুরী।
আজ গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সকল কওমি মাদরাসার ছাত্র-শিক্ষক ও ধর্মপ্রাণ মুসলমানদের নিকট এই শীর্ষ আলেমের সুস্থতা ও নেক হায়াতের জন্য নিজ নিজ অবস্থান থেকে দোয়ার বিশেষ আহবান জানান বেফাকের মহাপরিচালক।
প্রসঙ্গত, বার্থক্যজনিত বিভিন্ন রোগের কারণে প্রায় এক মাস ধরে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি আল্লামা আশরাফ আলী গুরুতর অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় গতকাল শনিবার (৩০ নভেম্বর) ঢাকা-গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে তিনি ওই হাসপাতালে ডাক্তার নাজমুল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছেন। বার্থক্যজনিত বিভিন্ন রোগের সাথেসাথে নিউমোনিয়ায় আক্রান্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। শারিরীক অবস্থানর অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হতে পারে বলেও জানিয়েছেন তারা।
আরএম/