সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

জামিয়া ইসলামিয়া ময়মনসিংহ মাদরাসার বার্ষিক সভা শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুরআনে কারিম ও বোখারি শরিফ খতম উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রাচীনতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া সেহড়া মোমেনশাহীর বার্ষিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী কাল শুক্রবার।

ময়মনসিংহ অঞ্চলে দ্বীনের প্রচার ও ইসলামি আদর্শ বিস্তারে জেলা শহরের প্রাণকেন্দ্র চরপাড়ায় অবস্থিত এ মাদরাসাটি।

মাদরাসার বার্ষিক সভায় বয়ান করবেন, মুহিউসসুন্নাহ, ঢাকা যাত্রবাড়ী মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান, ঢালকানগরের পীর সাহেব মাওলানা জাফর আহমদ, মাওলানা ওলিউল্লাহ রামপুরা ঢাকা, মাওলানা আবদুল কুদ্দুস ফরুকী। মাওলা ফয়সাল আহমদ মাদানী নগর ঢাকা। আরো বয়ান করবেন দেশবরেণ্য উলামায়ে কেরাম।

মাদরাসার মুহতামিম মাওলানা আনওয়ারুল হক আওয়ার ইসলামকে বলেন, প্রচীনতম এ মাদরাসাটির প্রতিষ্ঠাকাল থেকেই বার্ষিক সভা করে আসছে। সে ধারাবাহিকতায় এবারো আমরা বার্ষিক সভার আয়োজন করেছি। মাহফিলে সবার প্রতি দীনি দাওয়াত রইল।

উল্লেখ্য, প্রাচীনতম এ মাদরাসাটি ১৯৪২ সালে দুয়েকজন উস্তায এবং অল্প কয়েকজন ছাত্র নিয়ে মাওলানা মঞ্জুরুল হক সাহেব প্রতিষ্ঠা করেন। তখন মাদরাসাটির নামছিলো দারুল উলুম।

সত্তর বছরের ইতিহাসে ময়মনসিংহ অঞ্চলের প্রায় দশজন বিশিষ্ট আলেম মাদরাসা পরিচালনার দায়িত্ব পালন করেন।

হবিগঞ্জের মাওলানা তাফাজ্জুল হক, ময়মনসিংহ বড় মসজিদের বর্তমান ইমাম ও খতিব মাওলানা আবদুল হক, কিশোরগঞ্জ জামিআ ইমদাদিয়ার মাওলানা আযহার আলী আনোয়ার শাহ সাহেবসহ দেশ বরেণ্য অনেক আলেম এ প্রতিষ্ঠানে পাঠদান করেছেন। মাদরাসার বর্তমান মুহতামিম মাওলানা আনওয়ারুল হক।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ