আবদুল্লাহ তামিম: জামিয়া ইসলামিয়া জহিরুদ্দীন আহমদ মাদরাসার উদ্যোগে তিনদিনব্যাপী হাতের লেখা প্রশিক্ষণকোর্স আজ সম্পন্ন হয়েছে।
গত মঙ্গলবার শুরু হওয়া এ প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ দিয়েছেন নারায়ণগঞ্জ আমলা পাড়া মাদরাসার মুহাদ্দিস মুফতি মুজিবুল্লাহ।
ছাত্রদের আরবি বাংলা হাতের লেখা সুন্দর করতে এ তিনদিনব্যাপী প্রশিক্ষণকোর্সের আয়োজন করা হয়েছে। কোর্সে প্রায় আড়াই শত ছাত্র প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
মাদরাসার মুহতামিম মুফতি জুবায়ের আহমদ আওয়ার ইসলাম টোয়েন্টিফোরকে বলেন, ছাত্রদের হাতের লেখা সুন্দর করতে আমাদের এ উদ্যোগ।
মাদরাসাছাত্রদের পড়াশোনার পাশাপাশি আমরা হাতের লেখার দিকেও সমান গুরুত্ব দিয়ে থাকি। আমরা অনেক আনন্দিত যে এ তিনদিনে আমাদের ছাত্রদের হাতের লেখায় যথেষ্ট পরিবর্তন হয়েছে।
মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি মুহাম্মদ আরাফাত বলেন, ছাত্রদের পড়াশোনা ফুটিয়ে তুলতে হাতের লেখার বিকল্প আর কিছুই হয় না।
সেইসঙ্গে পরীক্ষাতেও ভালো ফলাফল করতে হাতের লেখার গুরুত্ব অনেক অনেক বেশি। সেজন্যই আমরা ছাত্রদের মানোন্নয়নে এ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি।
-এটি