আওয়ার ইসলাম: আগামী ৭ ডিসেম্বর থেকে নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ [এন.টি.কিউ.বি] কর্তৃক পরিচালিত মাদরাসা সমূহের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
বোর্ড কর্তৃক প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ৯ টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত এবং দুপুর ২টা থেকে ৪ টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট মাদরাসা সমূহের পরিচালকদের নিচের রুটিন অনুযায়ী পরীক্ষা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।
উল্লেখ্য, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের অধীনে তৃতীয় শ্রেশি পর্যন্ত পাঠদান করা হয় এবং প্রতি বছর কেন্দ্রীয়ভাবে তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের প্রায় ১৩০০ শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
আরএম/