আওয়ার ইসলাম: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ এবং ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষা আগামীকাল রোববার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে।
সারাদেশে মোট এক হাজার ৮৮৫টি কলেজের ৭০৫টি কেন্দ্রে ২ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রধান ক্যাম্পাস গাজীপুরে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মুহা. ফয়জুল করিম।
-এএ