সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

প্রধান শিক্ষক ১১, সহকারি শিক্ষক ১৩তম গ্রেড অনুমোদনের চিঠি ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১১ এবং সহকারি শিক্ষক ১৩তম গ্রেডের অর্থমন্ত্রণালয় থেকে অনুমোদনের চিঠি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকের শিক্ষকরা এই চিঠিটি বিভিন্ন গ্রুপেও শেয়ার করছেন।

জানা যায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেমও তার নিজস্ব ফেসবুকেও চিঠিটি শেয়ার করেছেন। পোস্ট করা চিঠিটির ছবির রেজুলেশন কম থাকায় চিঠির ভাষা কিংবা বাক্য অসষ্পষ্ট।

আবুল কাশেম তার নিজস্ব টাইমলাইনে একটি স্ট্যাটাসে দাবি করেছেন এটি অর্থমন্ত্রণালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রাথমিক শিক্ষকদের গ্রেড অনুমোদন সংক্রান্ত চিঠি।

আবুল কাশেম স্ট্যাটাসে উল্লেখ করেছেন, নিম্নের চিঠিটি অর্থ মন্ত্রনালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিটি অস্পষ্ট।

এখানে লেখা আছে প্রধান শিক্ষক প্রশিক্ষণ ও প্রশিক্ষণবিহীন উভয়েই ১১ তম গ্রেড ও সহকারি শিক্ষক প্রশিক্ষণ ও প্রশিক্ষণবিহীন উভয়েই ১৩ তম গ্রেডে উন্নীত। আরো লেখা আছে সহকারি প্রধান শিক্ষকের জন্য প্রস্তাব পাঠানো হলে তাদের গ্রেড জানানো হবে।

তিনি আরও উল্লেখ করেন, আমরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষথেকে এ চিঠির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।আমরা সহকারী শিক্ষকের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকের ১০ম গ্রেড চাই এবং এ দাবী বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। আমরা এ বিষয়ে সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো, ইনশাল্লাহ্।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ