আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।
তিনি বলেন, রাকিবকে ইবি থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ বলেন, রাকিবকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় কুষ্টিয়া সদর থানা পুলিশ গ্রেফতার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করায় গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। শনিবার তাকে কোর্টে হাজির করা হবে বলেও জানান তিনি।
সম্প্রতি রাকিবের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বেশ কিছু অভিযোগে ব্যাপক আলোচিত হন রাকিব। এমন অভিযোগে তার বহিষ্কার দাবিসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে কয়েক দফা ধাওয়া খেয়ে পালিয়ে যান তিনি।
-এএ