মু. আতাউর রহমান আলমপুরী: বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহর সুখ-শান্তি, ঐক্য, ভ্রাতিত্ববোধ, ইহকাল ও পরকালের মুক্তি, হেদায়েত, মাগফিরাত এবং দেশ-জাতি ও মানবতার কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হলো ঐতিহ্যবাহি দারুল উলুম মাদানিনগর মাদরাসার ২ দিনব্যাপি ইসলাহি জোড়।
শেষ মোনাজাত পরিচালনা করেন ভারতের ঐতিহ্যবাহি দারুল উলুম দেওবন্দ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের আমীর মাওলানা সৈয়দ আরশাদ মাদানি। এ সময় হাজার হাজার ওলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লীদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় মাদানীনগর।
আজ (৯ নভেম্বর) শনিবার বাদ মাগরিব দারুল উলুম মাদানি নগর মাদরাসা মিলনায়তনে উপস্থিত হয়ে মাদরাসার শিক্ষক শিক্ষার্থীদের সার্বিক খোঁজ খবর নেন মাওলানা সৈয়দ আরশাদ মাদানি। পরে ইসলাহি জোড়ে আগত সকল মুসল্লিদের উদ্দেশ্য ঘন্টাব্যাপী হেদায়েতি বয়ান করার পর আখেরী মুনাজাত পরিচালনা করেন।
এর আগে গত ৭ ই নভেম্বর (বৃহস্পতিবার) বাদ মাগরিব দারুল উলুম মাদানি নগরের মুহতামিম মাওলানা মুফতি ফয়জুল্লাহর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ ইসলাহি জোড়।
বরকতময় এ মজলিসে বয়ান করেন আল-জামেয়া ইমদাদিয়া ফরিদাবাদের প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুস, ফেনী ঐতিহ্যবাহি ওলামা বাজার মাদরাসার শায়খুল হাদীস ও প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম আদীব, জামেয়া আরাবিয়া রহমানিয়া মোহাম্মদপুরের প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, আল্লামা শাহ আহমদ শফি- এর খলিফা মাওলানা মুফতি ওমর ফারুক সন্দিপী, মাওলানা মাহমুদুল হাসান সন্দিপী, মাওলানা খালেদ সাইফুল্লাহসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।
আরএম/