সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ জাবি ছাত্রীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব আবাসিক হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিল শেষে বিক্ষুব্ধ ছাত্রীরা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে অবস্থান নিয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ‘অমর একুশে’ হয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে গিয়ে শেষ হয়।

পরে হলটি খুলে দেয়ার দাবিতে সেখানে বিক্ষোভ করতে থাকেন ছাত্রীরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে নয়টা) ছাত্রীরা হলটির সামনে অবস্থান করছিলেন।

এদিকে হল খুলে দেয়ার দাবির বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল বন্ধ করা হয়েছে। এখানে আমি হল খুলে দিতে পারি না।’

এর আগে গত মঙ্গলবার উপাচার্যের বাসভবনের সামনে তার পদত্যাগ দাবিতে আন্দোলনরতদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এর প্রেক্ষিতে ওইদিন সিন্ডিকেটের এক জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।

এদিকে শুক্রবার দিনব্যাপী কর্মসূচি শেষে মিটিংয়ে বসেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। পরে এক সংবাদ সম্মেলনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনের অন্যতম সংগঠক শাকিল উজ্জামান বলেন, ‘শনিবার বিকেল চারটায় ব্যাঙ্গাত্মক পটচিত্র নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হবে। মিছিল শেষে পটচিত্রটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে টাঙানো হবে।’

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ