আওয়ার ইসলাম: ৯ নভেম্বর শনিবার দারুল উলূম হাটহাজারীর বাইতুল আতীক মসজিদে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা শাহ আহমদ শফী’র এজাজতপ্রাপ্ত খলিফাদের ইসলাহী জোড় শুরু হবে। রোববার জোহরের পর দোয়ার মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আল্লামা শাহ আহমদ শফী প্রসিদ্ধ চার তরীকার বিখ্যাত বুযুর্গ। দারুল উলূম হাটহাজারীতে প্রতিষ্ঠা করেছেন খানকায়ে মাদানী রহ.। খানকায় তাসাওউফ বিষয় বছরব্যাপী মেহনত হয়। বিশেষ করে রমজান মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার উলামায়ে কেরাম ছুটে আসেন আল্লামা আহমদ শফীর সান্নিধ্য পেতে।
খানকায়ে মাদানীর দায়িত্বশীল মাওলানা আনাস মাদানী জানান, আল্লামা আহমদ শফী থেকে ইজাযতপ্রাপ্ত খলীফার সংখ্যা প্রায় দু' হাজার। তার অনেক দিনের ইচ্ছে সমস্ত খলীফাকে নিয়ে একটি মজলিস করা। মূলত সেই বিষয়কে সামনে রেখে ইসলাহী জোড় আহ্বান করা হয়েছে। আমরা ৫ হাজার মেহমানের জন্য সব আয়োজন সম্পন্ন করেছি। কাল বাদ আসর থেকে বয়ান শুরু হয়ে পরদিন বাদ ফজর হজরতের বয়ান ও মুনাজাতের মাধ্যমে ইসলাহী জোড় শেষ হবে।
আরএম/