আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে আগামীকাল শনিবারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে বুলবুল থেকে রক্ষা পেতে জেএসসি ও জেডিসি পরীক্ষার খাতা, প্রশ্নসহ যাবতীয় সরঞ্জাম নিকটস্থ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে বা বড় ভবনে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।
শুক্রবার একাধিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
স্থগিত হওয়া পরীক্ষার ব্যাপারে মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিন বলেন, শনিবারের স্থগিত করা জেডিসি পরীক্ষাটি আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
অন্যদিকে বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহা. ইউনুস বলেন, বরিশাল বোর্ডের অধীনে শনিবার জেএসসির গণিত বিষয়ের পরীক্ষাটি আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এ দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’- এর কারণে সারা দেশে সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ এ ঘোষণা দেয়।
অন্যদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সরকারি ২২টি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
-এএ