সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

শিক্ষার্থীদের ন্যায়সংগত সব আন্দোলনে হামলা চালাচ্ছে ছাত্রলীগ : ভি‌পি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষার্থীদের ন্যায় সংগত প্রতিটি আন্দোলনে ছাত্রলীগ হামলা চালাচ্ছে ব‌লে মন্তব্য করেছেন ডাকসু ভি‌পি নুরুল হক নুর।  ভিপি নুর বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজ ভি‌সি‌কে রক্ষা করার জন্য ছাত্রলীগ সভাপতি জুয়েল রানার নেতৃত্বে সেখানকার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এর আগে তারা বুয়েটের শিক্ষার্থী আবরারকে নির্মমভাবে হত্যা করেছে। রাজশাহীর পলিটেকনিকেলে শিক্ষককে পানিতে ফেলে দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ব‌বিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজ ভি‌সি ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে আন্দোলনরত ছাত্র শিক্ষকদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বি‌ক্ষোভ ও মশাল মিছিলে ডাকসু ভিপি নুরুল হক নুর এ মন্তব্য কথা বলেন।

নূর বলেন, শিক্ষার্থীরা আজ যখন ন্যায়সংগত আন্দোলন করছে, তখন ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রতিটি আন্দোলনে হামলা চালাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একমত পোষণ করে আমি বলতে চাই, তাদের যে দাবি উপাচার্যের পদত্যাগ তাতে আমরা একমত পোষণ করছি। সেই সাথে হামলার সাথে জড়িত‌দের বিচার এবং উপাচার্যের পদত্যাগ দা‌বি কর‌ছি।

নুর বলেন, শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে বৈঠকে বসেছিলেন। সেখানে কেন তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেন‌নি। সরকার দেশব্যাপী শু‌দ্ধি চালা‌চ্ছেন। আইওয়া‌শের অভিযান নয় আমরা চাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করুক।

বিক্ষোভ ও মশাল মিছিলে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর, রাশেদ খান, সালমান, সাদিক, আক্তার হোসেন, মোল্লাবিন ইয়ামিন, হাসান আল মামুন, অরণি সেমন্তি খান, এপিএম সোহেল প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ