মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি
বাংলাদেশের প্রাচীন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়্যাহ’ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে পুনরায় সভাপতি হয়েছেন জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী। মহাসচিব নিযুক্ত হয়েছেন জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ আব্দুল হালিম বোখারী।
সোমবার (৪ নভেম্বর) আছরের পর আল্লামা সুলতান যওক নদভীর সভাপতিত্বে ইত্তেহাদের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
জামিয়া দারুল মা'আরিফের শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কাউন্সিলে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জামেয়া ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ।
এছাড়াও নতুন কমিটিতে নির্বাচিত অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহকারী মহাসচিব মাওলানা কাজী আখতার হুসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুফতি জসিম উদ্দিন কাসেমী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সাবের কাসেমী, পরিদর্শক মাওলানা আব্দুর রহিম বোখারী, দফতর সম্পাদক মাওলানা সাঈদুল হক।
এতে মজলিসে আমেলা ও শুরার সদস্যসহ বিভিন্ন মাদরাসার পরিচালকগণ উপস্থিত ছিলেন।
আরএম/