নুরুল্লাহ্ আশরাফী
দেওবন্দ থেকে
উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের উচ্চতর ফারসী ভাষা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মাওলানা সারওয়ার আহমাদ কাসেমী (৬৫) আজ বেলা ১২টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাওলানা সরওয়ার আহমাদ কাসেমীর ছেলে মুফতি নাবীদ উসমানী জানান, আমার আব্বাজান রহ. দীর্ঘদিন যাবৎ হার্ট সমস্যায় ভুগছিলেন। আজ সকালে দারুল উলুম দেওবন্দ থেকে দরস শেষ করে বাসায় আসার সাথে সাথেই হার্টঅ্যাটাক হয় এবং কয়েক মিনিটের মধ্যেই মাহবুবে এলাহীর দরবারে পাড়ি জমান।
মাওলানা সারওয়ার আহমাদ কাসেমী রহিমাহুল্লাহ্'র জানাজা আজ এশার নামাজের পর দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানীর ইমামতিতে এহাতায়ে মুলসারীতে আদায় করা হয়। জানাজা শেষে মাক্ববারায়ে কাসেমীতে দাফন করা হয় তাকে।
মাওলানা সরওয়ার আহমাদ কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মুফতি আবুল কাসেম নোমানী বলেন, মাওলানা সরওয়ার আহমাদ সাহেব অত্যান্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং সবসময় নিরবতা পছন্দ করতেন। তিনি নিজের উপর অর্পিত দায়িত্ব খুব সুন্দরভাবে আঞ্জাম দিতেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও মৃত্যু পর্যন্ত দরস-তাদরীসের সাথে লেগে ছিলেন।
এদিকে, মাওলানা সরওয়ার আহমাদ কাসেমীর ছেলে মুফতি নাবীদ উসমানী তার পিতার মাগফিরাতের জন্য অগণিত ছাত্র এবং শুভানুধ্যায়ীদের কাছে দু'আ চেয়েছেন।
আরএম/