আওয়ার ইসলাম: ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।
রোববার বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে ড. আখতারুজ্জামান পুনর্নিয়োগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ড. শিরীন আখতার এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ড. মুহা. সাদেকুল আরেফিন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
ড. মুহা. আখতারুজ্জামান আগামী চার বছর দায়িত্ব পালন করবেন। রোববার বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য পদে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে নিয়োগ দিয়েছে সরকার। গত জুন থেকে তিনি ভিসির চলতি দায়িত্ব পালন করে আসছিলেন। এর মাধ্যমে চবিতে প্রথমবারের মতো কোনো নারী উপাচার্য নিয়োগ পেলেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন ড. মুহা. সাদেকুল আরেফিন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক। প্রজ্ঞাপন অনুযায়ী তিন উপাচার্যকেই চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
-এএ