সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাচের অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নৃত্যানুষ্ঠান শুরু করা হয়েছে কোরআন তিলাওয়াতের মাধ্যমে।

আজ শনিবার বেলা ১১ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার মাধ্যমে অনুষ্ঠান শুরু করে প্রশাসন।

জানা যায়, গত ২৬ থেকে ৩০ অক্টোবর টিএসসিসির করিডোরে নৃত্য প্রশিক্ষণ কর্মশালা হয়। ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে কলকাতার সোমা গিরি নৃত্য প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।

৫ দিন ব্যাপী এ কর্মশালার সমাপনী দিনে টিএসসিসিতে ‘আমি স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম প্রফেসর ড. আ স ম শোয়াইব আহমেদকে দিয়ে কোরআন তিলাওয়াত করানো হয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

ইসলামী সংস্কৃতিতে নাচ-গানের নিষেধাজ্ঞা থাকলেও সেই নাচের অনুষ্ঠানেই কোরআন তিলাওয়াত করিয়েছে প্রশাসন। ভিসি, প্রো-ভিসি, ট্রেজারের সামনেই কোরআন তিলাওয়াত করানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘ইসলামী বিশ^বিদ্যালয় এখন কেবল নামের মাঝেই রয়েছে।

প্রতিটি কাজেই ইসলাম বিরোধী কর্মকান্ড চালিয়ে আসছে প্রশাসন। ইসলামী অনুষ্ঠান না করলেও নিয়মিত পূজা আর অনৈসলামিক কাজে প্রশাসনের আগ্রহ বেশি।’

মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রোগ্রামগুলো যেভাবে শুরু করা হয় তারই ধারাবাহিকতায় এটি করা হয়েছে। এ বিষয়ে আমি ভাইস চ্যান্সেলর মহোদয়কে জানালে তিনি অনুমতি দেন এবং তারই অনুমতিক্রমে এটি করা হয়।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ