আওয়ার ইসলাম: নির্ধারিত সূচি অনুযায়ী মাদরাসা পরিচালনা করতে শিক্ষকদের নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী শ্রেণি কার্যক্রম পরিচালিত না হলে প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় অধিদপ্তর।
সোমবার (২১ অক্টোবর) সব মাদরাসা প্রধানদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
মাদ্রাসা পরিদর্শনকালে শিক্ষকদের ফাঁকিবাজি পরিলক্ষিত হওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী মাদরাসা পরিচালনা করতে বলা হয়েছে শিক্ষকদের। মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ল্যাব উপকরণ যত্ন সহকারে ব্যবহারের কথাও উল্লেখ করা হয় চিঠিতে।
মাদরাসা শিক্ষা অধিপ্তরের পাঠানো চিঠিতে বলা হয়, ইদানীং মাদরাসা পরিদর্শনের সময় পরিলক্ষিত হচ্ছে, বেশ কিছু মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়া, নির্ধারিত সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা মাদরাসায় অবস্থান করা, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ বেশ কিছু বিষয় ঠিকভাবে প্রতিপালিত হচ্ছে না। তাই এ বিষয়গুলো প্রতিপালন করতে মাদরাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষক ও কর্মচারীদের অনুরোধ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
আরএম/