সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

দাওরায়ে হাদীস পরীক্ষার তারিখ ঘোষণা; চলছে নিবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হবে ১৩ শাবান মোতাবেক ৬ এপ্রিল; শেষ হবে ২৩ শাবান ১৬ এপ্রিল। তবে এটি পরীক্ষার সম্ভাব্য তারিখ বলে জানিয়েছে হাইয়াতুল উলইয়া কর্তৃপক্ষ।

এদিকে ইতোমধ্যেই দাওরায়ে হাদীসে অংশগ্রহণ করতে ইচ্ছুক পরীক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধন চলবে ১০ রবিউল আউয়াল পর্যন্ত ও বর্ধিত ফিসহ ১৫ রবিউল আউয়াল পর্যন্ত।

এক বিজ্ঞপ্তিতে হাইয়াতুল উলইয়া জানিয়েছে, পরীক্ষার নিবন্ধনের সমস্ত কাগজপত্র স্ব স্ব বোর্ডে প্রেরণ করা হয়েছে। খুব শীঘ্রই প্রত্যেক মাদরাসায় পৌঁছে যাবে। পরীক্ষার্থীদের নিবন্ধনের জন্য এবং এ সংক্রান্ত যে কোন তথ্য জানতে নিজ নিজ মাদরাসায় যোগাযোগ করতে বলা হয়েছে।

যে সকল শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন

১। ১৪৩৮ হিজরি/২০১৭ সনের পর আল হাইআতুল উলয়াভুক্ত ৬ বোর্ডের অধীনে মেশকাত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।

২। ১৪৩৮ হিজরী/২০১৭ সনের পর দেশ বিদেশের কোন কওমি মাদরাসার বার্ষিক পরীক্ষায় মেশকাত উত্তীর্ণ ছাত্র-ছাত্ররী (ও বোর্ডের অধীনে পরীক্ষা না নিয়ে থাকলে)।

৩। ২০১৭ সনের পূর্বে ৬ বোর্ডের অধীনে অথবা দেশ বিদেশের কোন কওমি মাদরাসার বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।

৪। আল হাইআতুল উলয়ার অধীনে ১৪৩৯ হিজরী/২০১৮ ঈসাব্দে এবং ১৪০হিজরী/২০১৮ ঈসাব্দে দাওরায়ে হাদীস পরীক্ষায় অকার্য পরীক্ষার্থী।

৫। মানয়োন্নয়ন পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র ১৪৪০হিজরী/ ২০১৯ সালে দাওরায়ে হাদীস পরীক্ষায় উত্তীর্ণরা।

৬। আল-হাইআতুল উলয়ার অধীনে ১৬ হিজরী/২০১১ সালের দাওরায়ে হাদীসের পরীক্ষায় সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা।

উল্লেখ্য, ১৪৪০ হিজরি/২০১৯ সনের দাওরায়ে হাদীস পরীক্ষায় যাদের খাতা বাতিল বা যবত করা হয়েছে তারা ১৪৪১ হিজরি/২০২০ সালের পরীক্ষা দাওয়ায়ে হাদীস পরীক্ষায় নিবন্ধণের সুযোগ পাবে না।

নিবন্ধন সম্পর্কিত আরও ৩ টি তথ্য

১। মেশকাত অথবা দাওরায়ে হাদীস পাসের প্রমাণ হিসাবে (৬ বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে থাকলে) বোর্ড কর্তৃক অথবা (মাদরাসায় পরীক্ষা নিয়ে থাকলে) মাদরসা কতৃক প্রদানকৃত সনদ অথবা নাম্বারপত্র নিবন্ধন ফরমের সাথে যুক্ত করতে হবে।

২। যা আল-হাইআতুল উলয়াভুক্ত ৬ বোর্ডের অধীন মেশকাত পরীক্ষা দেয়নি, অন্য কোন মাদরাসায় হতে পরীক্ষা দিয়েছে, তারা নিবন্ধন ফরমের সাথে উক্ত মাদরাসার সত্যায়নসহ আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান বা কো-চেয়ারম্যান বরাবর একটি দরখাস্তও দিবে।

৩। মাদরাসার বার্ষিক পরীক্ষায় মেশকাত উত্তীর্ণগণ শুধু ১২৪১ হিজরীতেই দাওরায়ে হাদীস পরীক্ষায় নিবন্ধনের সুযোগ পাবে।

নিবন্ধন ফরম পেতে - http://bit.ly/2MYhHi0
নিবন্ধন নির্দেশিকা - http://bit.ly/32CqQDj
পরীক্ষা প্রবিধি (আংশিক) – (http://bit.ly/32APFj6)

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ