সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

আন্তর্জাতিক হেফজ সম্মেলনে অংশ নিতে সৌদি গেলেন হাফেজ আবু জাফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাবেতায়ে আলমে ইসলামীর উদ্যোগে ১৪ অক্টোবর (সোমবার) সৌদি আরবের পবিত্র মক্কায় আন্তর্জাতিক হেফজ সম্মেলন অনুষ্ঠিত যাচ্ছে। এতে অংশগ্রহণের জন্য বাংলাদেশের পক্ষে একমাত্র প্রতিনিধি হিসেবে  মনোনীত হাফেজ আবু জাফর হয়েছেন।

আবু জাফর গত ১২ অক্টোবর শনিবার রাত ৮ টা ১৫ মিনিটে বাংলাদেশ এয়ার লাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে।

রোববার আন্তর্জাতিক হেফজ সম্মেলনে অংশ নেয়ার সুযোগ পাওয়ায় মাদরাসার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাফেজ আবু জাফর মুয়াজ বিন জাবাল রা. কুরআনিক ইনস্টিটিউট-এর ছাত্র।তিনি তানযানিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ও গতবছর মনোনীত হয়।

এর আগে, হাফেজ আবু জাফর আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধি হিসেবে মনোনীত হওয়ায় গত ১১ অক্টোবর মাদরাসার পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুয়াজ বিন জাবাল রা. কুরআনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনের সভাপতিত্বে ও হোস্টেল সুপার মাওলানা আলমগীর এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৌদি দূতাবাসের দায়ী, প্রখ্যাত হাদীস বিশারদ মাওলানা ইসহাক আল মাদানী।

অন্যান্যদের মধ্যে আলোচনা  করেন হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মাশুক আহমদ, প্রভাষক মাহবুবুর রহমান, হাফিজ মাশুকুল ইসলাম, হাফিজ আসাদুল্লাহ, হাফিজ হাফিজুর রহমান, হাফিজ আমজদ আলী প্রমুখ।

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ