আওয়ার ইসলাম: আবরার ফাহাদ হত্যার প্রায় দুদিন পর, শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। বলেছেন, এই ঘটনায় বিব্রত বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে সঙ্গে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের চিন্তা করা হচ্ছে বলেও জানায় বুয়েট প্রশাসন।
রবিবার মধ্য রাতে কক্ষে ডেকে নিয়ে আবরার ফাহাদ কে হত্যা করা হয়। সোম ও মঙ্গলবার দিনভর উত্তাল ছিল ক্যাম্পাস। বিভিন্ন দাবির পাশাপাশি উপাচার্যের শিক্ষার্থীদের সামনে আসার দাবিও ছিল।
প্রায় দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে গিয়ে প্রভোস্টদের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য। খবর পেয়ে বৈঠকস্থল ঘেরাও করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেয়ার পাশাপাশি তার ব্যর্থতার কথা তুলে ধরেন। শুরু হয় হই হট্টগোল। উপাচার্য কথা বলতে চাইলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। এক পর্যায়ে আশ্বাস দেন সব দাবি মেনে নেয়ার।
তবে শিক্ষার্থীরা বলেন আশ্বাস নয় বাস্তবায়ন চান তারা। এরপর মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল শেষে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বুয়েটের ডিন অধ্যাপক ড. ইজাজ হোসেন। বুয়েট প্রশাসন এ ঘটনায় বিব্রত উল্লেখ করে তিনি বলেন, ছাত্র রাজনীতি বন্ধের চিন্তাভাবনা করছে।
তিনি আরও বলেন, বুয়েটে কিন্তু রাজনীতি বন্ধই ছিল। কিন্তু কাগজে কলমে থাকলেও বাস্তবায়নটা ঠিকমত হয়নি। আমরা ওই জিনিসটা আবার নিয়ে আসবো।
আরএম/