আওয়ার ইসলাম: আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে করা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের আন্দোলন মঙ্গলবার রাতের জন্য স্থগিত করা হয়েছে। আজ বুধবার সকালে এই কর্মসূচি আবার শুরু হবে।
এর আগে, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ভিসি সাইফুল ইসলাম। সন্ধ্যা থেকে প্রায় ৪ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর রাত ১০টার দিকে তার কার্যালয়ের তালা খুলে দেয় শিক্ষার্থীরা। তারা জানায় আগামীকাল আবারো আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে শিক্ষার্থীদের ৮ দফা দাবির প্রতি নীতিগত সমর্থন জানান উপাচার্য। কিন্তু লিখিত আশ্বাস না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় আন্দোলনকারীরা।
আবরার ফাহাদ হত্যার পরের দিন মঙ্গলবার বিকেলে বুয়েট ক্যাম্পাসে দেখা মিললো উপাচার্য অধাপক সাইফুল ইসলামের। এসময় বিক্ষুব্ধ শিক্ষাথীরা তাকে তার কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখে।
পরে সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় আন্দোলনকারীদের দাবির প্রতি নীতিগত সমর্থণ জানান তিনি। তবে, শিক্ষার্থীরা আশ্বাস বাস্তবায়নের প্রজ্ঞাপন চাইলে ভিসি জানান, সব দাবি মানার বিষয়টি তার এখতিয়ারে নেই। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেয়া হবে।
এছাড়া হত্যায় জড়িতদের বহিস্কারেরও আশ্বাস দেন তিনি। আন্দোলনকারীরা উপচার্যকে বেশ কিছু প্রশ্ন করতে চাইলে, তিনি উত্তর দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। পরে আবারো উপাচার্যকে কার্যালয়ে তালাবদ্ধ করে শিক্ষার্থীরা। প্রায় ৪ ঘণ্টা পর রাত ১০টার দিকে তালা খুলে দেয় আন্দোলনকারীরা।
এর আগে দিনভর বিক্ষোভে উত্তাল থাকে বুয়েট। ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় শেরে বাংলা হলের প্রভোস্টকে প্রত্যাহার, মামলার সব খরচ এবং আবরারের পরিবারের ক্ষতিপূরণ দেয়া, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ বিভিন্ন দাবি জানান, তারা। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বুয়েট শিক্ষক সমিতিও।
আরএম/