আওয়ার ইসলাম: বাবুগঞ্জের পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভায় নৈশ প্রহরী নিয়োগকে কেন্দ্র করে ইংরেজি বিভাগের প্রভাষক মুহা. নাজমুল হককে মারধর করেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য হারুন অর রশিদ। তার প্রতিবাদে ক্লাশ বর্জন করে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধন থেকে শিক্ষকের ওপর হামলকারী মাদরাসা পরিচালনা কমিটির সদস্য হারুন-অর রশিদের বিচার দাবি জানানো হয়।
এর আগে গতকাল রোববারও একই দাবিতে ক্লাশ বর্জন করে একই স্থানে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
সূত্র জানায়, গত শনিবার দুপুরে বাবুগঞ্জের পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভায় নৈশ প্রহরী নিয়োগকে কেন্দ্র করে ইংরেজি বিভাগের প্রভাষক মো. নাজমুল হককে মারধর করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হারুন অর রশিদ।
তবে শিক্ষককে মারধরের অভিযোগ অস্বীকার করে কমিটির সদস্য হারুন অর রশিদ বলেন, মাদরাসা পরিচালনা কমিটির সভায় এতিমদের জন্য আসা বরাদ্দ কিভাবে খরচ হয়েছে তা জানতে চাওয়ায় অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক তার ওপর ক্ষিপ্ত হন। এ নিয়ে বাদানুবাদ হয়েছে মাত্র।
প্রভাষক নাজমুল হক জানান, হামলার ঘটনায় তিনি বাবুগঞ্জ থানায় মামলা করতে গেলে চেয়ারম্যান নুরে আলমের তদবিরের কারণে ওসি মামলা নেননি।
তবে বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, প্রভাষক নাজমুল হক থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।
-ওএএফ/এএ