আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী তালুকদার বলেন, শোভন-রাব্বানীকে বহিষ্কার করার পরও পুলিশ ও র্যাব দিয়েও ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাই নিয়ন্ত্রণের দায়িত্ব নিবে ছাত্রদল।
বুয়েট ছাত্র আবরারের নিহতের ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সোমবার (৭ অক্টোবর) ভোর চারটার দিকে বুয়েটের শেরেবাংলা হলের উত্তর ব্লকের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। আবরার বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।
তার গ্রামের বাড়ি কুষ্টিয়া শহরের মুক্তিযোদ্ধা রোডে। বাবার নাম বরকত উল্লাহ।
হল সূত্রে জানা যায়, সম্প্রতি বাংলাদেশ-ভারতের মধ্যে হওয়া চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ‘শিবির’ আখ্যা দিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
আরএম/