সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

দেওবন্দ মাদরাসা পরিদর্শনে এসে অভিভূত দিল্লী হাইকোর্টের বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ঐতিহাসিক দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দ পরিদর্শন করলেন দেশটির দিল্লী হাইকোর্টের প্রধান বিচারপতি তলুনাথ সিং। তিনি মাদরাসার  শ্রেণিকক্ষ, আবাসিক ভবন, লাইব্রেরী ও দারুল উলূম দেওবন্দের অন্যান্য ভবন ঘুরে দেখেন।

২৯ সেপ্টেম্বর (রোববার) বিচারপতি তলুনাথ সিং তার স্ত্রীসহ দারুল উলূম দেওবন্দে পৌঁছলে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানী, ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল খালেক মাদ্রাজী তাদেরকে স্বাগত জানান।

তারা বিচারপতির সামনে দেওবন্দের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা-সংস্কৃতি, শিক্ষাব্যবস্থা, ছাত্রদের অবস্থান, খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা, ভারতের স্বাধীনতা যুদ্ধে দেওবন্দের  আকাবিরদের অবদানের কথা তুলে ধরেন।

দিল্লী হাইকোর্টের প্রধান বিচারপতি তলুনাথ সিং দেওবন্দ পরিদর্শন নিজের সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমি দারুল উলূম দেওবন্দ সম্পর্কে অনেক পড়েছি এবং শুনেছি। এখানে আসার জন্য আমার মন উদগ্রীব হয়ে অপেক্ষা করছিল। আজকে আসতে পেরে এবং আপনাদের ভালোবাসা পেয়ে আমার খুবই ভালো লাগছে।

তিনি বলেন, এখানকার লাইব্রেরীতে যেসব কিতাব আমি দেখেছি, আমার কাছে মনে হয়, শুধু দেশের জন্যই বরং সমগ্র বিশ্বের জন্যই অনেক বড় সম্পদ।

তিনি বলেন, এখানে যে পাঁচ হাজার স্টুডেন্ট লেখাপড়া করছে, এরাতো যে কোনো শহরের তুলনায় অনেক ভালো পড়াশোনা করছে। দেশের উন্নয়নের অংশীদার হচ্ছে।

এ জাতীয় প্রতিষ্ঠান আরও প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, এসব প্রতিষ্ঠান বাড়লে দেশের জন্যই মঙ্গল। এরাই দেশ এবং বিশ্বের সব মানুষের উপকারে আসবে।

দিল্লী হাইকোর্টের প্রধান বিচারপতি তলুনাথ সিং দেওবন্দে অবস্থানের সময় উপস্থিত ছিলেন, মিলু চৌধুরী, রাকেশ কুমার, মাওলানা মুরতাজা, মাওলানা আসজাদ, মাওলানা শফিকুর রহমান, মাওলানা মুকিমুদ্দীন প্রমুখ।

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ