আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’র (ডাকসু)। গতকাল বৃহস্পতিবার বিকালে ডাকসু কার্যালয়ে তৃতীয় কার্যকরী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে ডাকসু ভিপি নূরুল হক নূর গণমাধ্যমকে বলেন, ডাকসু ধর্মভিত্তিক উগ্রবাদী ও মৌলবাদী ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। যারা ধর্মকে পূঁজি করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেয়। তবে ব্যাপারটি ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের নয়। কারণ সংবিধান অনুযায়ী সেটি আমরা পারি না। এটি একটি স্পর্শকাতর বিষয়।
প্রসঙ্গত, এতদিন বামসংগঠনগুলোসহ বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম পরিবেশ পরিষদ ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। এবার ডাকসু থেকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধের সিদ্ধান্তটি আসল।
তবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গণমাধ্যমে প্রেরিতে এক বিবৃতিতে ডাকসুর সিদ্ধান্তকে ‘অপরিণামদর্শী ও এখতিয়ার বহির্ভূত অতিউৎসাহী সিদ্ধান্ত’ বলেছেন। এই অপরিণত সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আরএম/