সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

আগামীকাল সাইনবোর্ড মাদরাসায় আসছেন মাওলানা ইব্রাহিম আফ্রিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান জামিয়াতু ইবারাহীম মাহমূদনগর, সাইনবোর্ড ঢাকা এর উদ্যোগে বার্ষিক ইসলাহী জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর থেকে মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে আত্মশুদ্ধি মূলক এই মাহফিলটি।ইতোমধ্যে জোড়কে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনার আয়োজন শেষ পর্যায়ে পোঁছেছে বলে নিশ্চিত করেছেন জামিয়া কর্তৃপক্ষের একটি সূত্র।

সূত্র আরো জানিয়েছে, এবারের ইসলাহী জোড়ে শায়খুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া কান্ধলভী রহ. এর খলিফা ও মুফতীয়ে আযম ফকীহুল উম্মাহ হযরত মুফতী মাহমুদ হাসান গাঙ্গুহী রহ. এর জানেশীন, খাদেম ও সু্যোগ্য খলীফা শায়খুল মাশায়েখ হযরত মাওলানা ইব্রাহিম আফ্রিকী গুরুত্বপূর্ণ বয়ান করবেন।

মাহফিলে দেশের খ্যাতনামা ওলামা-মাশায়েখ বয়ান করবেন। আরো বয়ান করবেন বারিধারা মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী। আল্লামা সুলাইমান আফ্রিকী (খলিফা শায়েখ যাকারিয়া রাহ.) আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী (মুহতামিম মাদ্রাসায়ে নূরে মদীনা শায়েস্তাগঞ্জ) আল্লামা মাহফুজুল হক (মুহতামিম জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর, ঢাকা)।

আল্লামা মামুনুল হক (শাইখুল হাদীস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর, ঢাকা) আল্লামা নজরুল ইসলাম কাসেমীসহ আরো অনেকে।

ইসলাহি জোড়ে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা ও দ্বীনদার মানুষ যোগদান করে থাকেন। জামিয়তু ইবরাহীম মাদরাসার মুহতামিম সর্বশ্রেণির দীনদার মুসলমান ভাইকে মাহফিলে শরিক হওয়ার জন্য আমন্ত্রণ দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ