আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, বর্তমানে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে সামাজিক ও পারিবারিক স্তর পর্যন্ত দুর্নীতিবাজ, মিথ্যাবাদী ও অপরাধীরাই মূল্যায়িত হয়। অপরদিকে সৎ মেধাবী ও ভাল মানুষের কোন মূল্যায়ন নেই। তাদেরকে মূল্যায়ন করা দূরের কথা, কোনরূপ গ্রাহ্যই করা হচ্ছে না। এর অবধারিত পরিণতি হিসেবে জাতীয় পর্যায় থেকে শুরু করে দেশের সকল স্তরে দিন দিন ভয়াবহ অধঃপতন ও অবক্ষয় ছড়িয়ে পড়ছে।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা নূর হোসাইন কাসেমী এসব কথা বলেন।
আল্লামা কাসেমী বলেন, দুর্নীতি, ঘুষ, অবিচার, অনাচার, ব্যভিচার, জুলুম-অত্যাচার ও মানুষের মৌলিক অধিকার হরণ পুরো দেশ ও সমাজকে গ্রাস করে নিচ্ছে। এ ধারার পরিবর্তন ঘটাতে না পারলে সর্বগ্রাসী এই অবক্ষয়ের তাণ্ডব সবকিছু ছারখার করে ছাড়বে। তাই সৎ, নীতিবান, মেধাবী ও ভাল মানুষদের মূল্যায়ন ও উৎসাহিত করার পাশাপাশি তাদেরকে জায়গা করে দিতে হবে।
তিনি বলেন, আমাদের সমাজে যারা ভাল কাজ করে তাদের প্রতিভার মূল্যায়ন করা হলে, এতে তারা উৎসাহিত হবে। ভাল কাজের প্রতি তাদের আগ্রহ বাড়বে, প্রতিভা বিকশিত হবে, সৎ ও মেধাবিরা সামনে এগিয়ে যাবে। আর প্রতিভা ও সৎকর্মের অবমূল্যায়ন হয়, তাহলে সুপ্ত প্রতিভা আস্তে আস্তে পিছিয়ে পড়বে, সামনে এগুবে না এবং এক সময় উৎসাহ হারাতে হারাতে থেমে যাবে। তাই সমাজকে আগে বাড়াতে হলে সত্যিকারে যারা প্রতিভাবান, সৎ ও যোগ্য, তাদেরকে মূল্যায়ন করতে হবে।
তিনি শিক্ষর্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষায় যারা ভাল ফলাফল করেছে, তাদেরকে আজ পুরষ্কৃত করা হচ্ছে তাদের প্রতিভাকে আরো শাণিত করার জন্য, তাদের আগ্রহ বাড়ানোর জন্য এবং তাদের উৎসাহিত করার জন্যই আজকের এ পুরষ্কার অনুষ্ঠানের আয়োজন।
বারিধারা মাদরাসার শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বেফাক ও হাইয়্যাতুল উলইয়ার পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া ৬৫ জন এবং মাদরাসার বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৫৮ জন ছাত্রকে নগদ অর্থসহ পুরষ্কৃত করা হয়।
বারিধারা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ আবু সালেহ এবং মাওলানা মাসউদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামিয়ার শায়খুল হাদীস আল্লামা উবাদুল্লাহ ফারুক, ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা নাজমুল হাসান, মুফতি মকবুল হোসাইন কাসেমী, মাওলানা হেদায়েতুল্লাহ, মুফতি ইকবাল হোসাইন, মুফতি মনির হোসাইন কাসেমী, মুফতি জাকির হোসাইন, মাওলানা হাবীবুর রহমান কাসেমী, মাওলানা হাবীবুল্লাহ মাহমূদ কাসেমী, মাওলানা আমজাদ হোসাইন হেলালী, মাওলানা মাহমূদ প্রমুখ।
-এএ