আওয়ার ইসলাম: প্রাচ্যের অক্সফোড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্নাতকে ভর্তিযুদ্ধ চলছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ ভর্তিযুদ্ধ শুরু হলো। গত ২০১৭ ও ২০১৮ সালে প্রশ্নফাঁস ও ভর্তি জালিয়াতির অভিযোগ ওঠায় এবার সর্বোচ্চ সতর্ক ঢাবি কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গত বছরগুলোর তুলনায় এবার অনিয়ম ঠেকাতে বেশ সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষায় প্রশ্নের ধরন পরিবর্তন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো, কেন্দ্রের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি ইত্যাদি পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে আমরা ভর্তি পরীক্ষা শুরু করছি। আমাদের প্রক্টরিয়াল বডি, মোবাইল টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনসিসিসহ সবাই সমন্বিতভাবে কাজ করবে।
প্রশ্নফাঁসের আশঙ্কার বিষয়ে ঢাবির প্রক্টর বলেন, ‘বিগত বছরের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা প্রশ্নের নিরাপত্তার ব্যবস্থা রেখে যাতে একটি সুন্দর, সুশৃঙ্খল উপায়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারি, সে বিষয়টিই আমাদের কাম্য।’
‘গ’ ইউনিটে এক হাজার ২৫০টি আসনের বিপরীতে আবেদনকারী ২৯ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু পরীক্ষা দিচ্ছে। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এছাড়া, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর, চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা ১৪ সেপ্টেম্বর ও অঙ্কন পরীক্ষা ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।