আওয়ার ইসলাম: আজ কাশ্মীর ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নে আলোচনা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।
মেহমুদ কোরেশি বলেন, ইউরোপীয় ইউনিয়নে যেন কাশ্মীর ইস্যুতে আলোচনা না হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করেছে ভারত।
আলোচনার পর কাশ্মীর ইস্যুতে ভারতীয় হাই কমিশনার, মানবাধিকার কর্মী ও ব্রিটিশ পার্লামেন্টারিয়ানদের সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডনের হাইড পার্কে সমবেত হবেন বিপুল সংখ্যক মানুষ। এছাড়া, তিনি নিজে শিগগিরই কাশ্মীর ইস্যু উত্থাপনের জন্য জেনেভা সফর করবেন।
তিনি বলেন, কাশ্মীরে যে মাত্রায়ই দমনপীড়ন চালানো হোক না কেন, কাশ্মীরিদের কণ্ঠকে দমিয়ে রাখা যাবে না। মোদি ও জয় শঙ্করের কাছে একটি শক্তিশালী বার্তা চলে গেছে। তা হলো, তারা কাশ্মীরি জনগণের পক্ষে দাঁড়াতে পারেন না।
ভারত সরকার কাশ্মীরি মুসলিমদেরকে নামাজ আদায় করার ক্ষেত্রেও বাধা দিয়েছে। কিন্তু, পাকিস্তানে সব অমুসলিম তাদের উপাসনালয়ে অবাধে উপাসনা করতে পারছেন।
এর আগে গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাশ্মীরে চলমান সঙ্কট ও সমস্যা সমাধানে জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে গণভোটের আহ্বান জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি।
কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ কছেন মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স। তার অভিযোগ, নিরাপত্তার নামে কাশ্মীর উপত্যকায় ‘দমন-পীড়ন’ চালাচ্ছে ভারত সরকার। এর বিরুদ্ধে মার্কিন প্রশাসনের প্রতিবাদ করা উচিত বলে দাবি তোলেন তিনি।
-এএ