আওয়ার ইসলাম: রাজধানী ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যানজটে পড়া স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তায় নিয়োজিত (প্রটেকশন) পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় নিউমার্কেট থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি (নম্বর-১৩) দায়ের করেন।
রবিবার (০১ সেপ্টেম্বর) সকালে মামলার তথ্যটি নিশ্চিত করেন নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মো. শের আলম।
শের আলম জানান, পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তভার দেওয়া হয়েছে থানার এসআই মো. আলমগীর হোসেন মজুমদারকে।
মামলার তদন্ত চলছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শনিবার রাতে মন্ত্রীর গাড়িবহর যানজটে পড়লে প্রটেকশনের পুলিশের সদস্যরা নেমে যানজট ছাড়াতে যান। এ সময় তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুই পুলিশ আহত হন। এ হামলার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।
আরএম/