সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


রাসুল সা. স্পর্শ না পেয়ে বাচ্চার মত কেঁদেছিলো খেজুর গাছটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আনিকা তাহসিন সাইয়্যেদা

রাসুল সা. কে কুল কায়েনাত ভালোবেসেছেন। মাটি মানুষ এমনকি গাছ পর্যন্ত মুগ্ধ ছিলো রাসুল সা. এর প্রেমে।

মদিনায় যাওয়ার পর রাসুল সা. একটি খেজুর গাছের ছায়ায় দাঁড়িয়ে খুতবা দিতেন। বয়ান করার সময়ও নবি সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম খেজুর গাছটির উপর ভর করে দাঁড়াতেন।

গাছটি রাসুলের স্পর্শ পেয়ে যেন ধন্য হত। কিছুদিন পর এক আনসারী মহিলা তার কাঠমিস্ত্রি ছেলেকে দিয়ে রাসুলের জন্যে একটি মিম্বরের ব্যবস্থা করে দিলেন। যেনো খেজুর গাছের পরিবর্তে রাসুল সা. মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে পারেন।

তখন খেজুর গাছটি সরিয়ে নতুন কাঠের মিম্বর রাখা হলো খেজুর গাছের পাশে। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন খুতবার জন্য ওই নতুন মিম্বরে দাঁড়ালেন, সবাইকে অবাক করে দিয়ে খেজুর গাছটি ছোট্ট বাচ্চার মতো কেঁদে ওঠলো।

আসলে নবীজির পরশ থেকে বঞ্চিত হয়ে খেজুর গাছটি করুণ সুরে কাঁদতে শুরু করেছিলো। রাসুল সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম তখন মিম্বর থেকে নেমে খেজুর গাছের কাছে এলেন। ছোট্ট বাচ্চার মতো গাছটির গায়ে হাত বুলিয়ে দিলেন আদর করে দিলেন, যতক্ষণ পর্যন্ত না খেজুর গাছের কান্না থেমে গেল।

রাসুল বললেন, এই গাছের পাশে (আল্লাহর) যিকির করা হতো, তা থেকে বঞ্চিত হওয়ার কারণে গাছটি কান্না করছিলো। সহিহ বুখারি-৩৩১৯।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ