আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘কমান্ডার ইন থিফ’ বলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তলব করেছেন দেশটির একটি আদালত। খবর ইন্ডিয়া টুডের।
এনডিটিভি জানায়, ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান ক্রয় নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে সরকারের বিরুদ্ধে।
এই বিতর্ক নিয়ে গত বছর সেপ্টেম্বর এক টুইটার বার্তায়, নাম প্রকাশ না করে মোদীকে ইঙ্গিত করে ‘কমান্ডার ইন থিফ’ বা ‘চোরের সর্দার’ বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে মুম্বাইয়ের একটি আদালতে রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহারাষ্ট্রের বিজেপির নির্বাহী সদস্য মহেশ শ্রীশ্রীমাল।
এই অভিযোগের ভিত্তিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আগামী মঙ্গলবার রাহুলকে আদালতে তলব করেন।
আরএম/