সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইলহান ওমরকে গুলি করে হত্যার বর্ণবাদী হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের আইনপ্রণেতা ও প্রথম মুসলিম নারী কংগ্রেস সদস্য ইলহান ওমরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় প্রদর্শনীতে বড় বন্দুক দিয়ে গুলি করে হত্যার বর্ণবাদী হুমকি পেয়েছেন বলে জানান তিনি।

ইলহান ওমর বলেন, অজ্ঞাত ব্যক্তিদের পাঠানো হুমকির কারণেই তিনি নিরাপত্তারক্ষী রেখেছেন। মার্কিন সিনেট প্রার্থী রয় মুর টুইটারে তাকে আক্রমণ করে বক্তব্য দেওয়ার পর এই হুমকির কথা জানালেন ইলহান।

টুইট বার্তায় মুর বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প সঠিক। তার সোমালিয়া চলে যাওয়া উচিত।' আলাবামার এই রিপাবলিকান নেতা কংগ্রেস থেকে ইলহান ওমরকে বহিষ্কারেরও আহ্বান জানান।

চলতি বছর নানা ইস্যুতে ইলহান ওমরসহ চার নারী মুসলিম কংগ্রেস সদস্যকে বর্ণবাদী আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলহানের দাবি, ট্রাম্প তার বিরুদ্ধে কথা বলার পরই তাকে হুমকি দেওয়ার সংখ্যা বেড়ে গেছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ