আওয়ার ইসলাম: কাশ্মীরে শহীদ হওয়া পরিবারকে সান্তনা দিতে যাবেন শহীদ আফ্রিদি। আগামী ৬ সেপ্টেম্বর শহীদ পরিবারকে সংহতি জানাতে যাবেন পাকিস্তান ক্রিকেট সাবেক এ অধিনায়ক।
বুধবার বিকাল সাড়ে তিনটায় নিজের অফিসিয়াল টুইট বার্তায় এ তথ্য জানান শহিদ আফ্রিদি।
টুইট বার্তায় তিনি বলেন, আসুন আমরা প্রধানমন্ত্রীর (ইমরান খান) ডাকে সারা দিয়ে কাশ্মীরের মুসলমানদের সহযোগিতা করি। আগামী শুক্রবার দুপুর ১২টায় কাশ্মীরের মুসলমানদের প্রতি সংহতি জানাতে আমি করাচির ঐতিহ্যবাহী মাজার- ই-কায়েদে থাকব। আপনারাও আমার সঙ্গে যোগ দিন।
আফ্রিদি আরও বলেন, আগামী ৬ সেপ্টেম্বর আমি একজন শহীদের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যাব। যে কাশ্মীরে ভারতীয় সৈন্যদের হাতে শহীদ হয়েছে। আমি শীঘ্রই কাশ্মীর সীমান্ত (এলওসি) পরিদর্শন করব।
প্রসঙ্গত, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের জনগণ ১৯৪৭ সালের পর থেকে সাংবিধানিকভাবে যে বিশেষ মর্যাদা পেত, সেটি বাতিল করে দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। এরপর থেকে জম্মু-কাশ্মীরের মুসলিম পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। অনেকেই এলাকা ছেড়ে পালাচ্ছেন।
-এএ