আওয়ার ইসলাম: ইরাকের মডেল মসজিদে ছবি তোলায় বিতর্কের মুখে পরেছে। ইরাকের নেদা আল-ইসলাম জামে মসজিদে মডেলিং করে তোলা ছবি সামাজিক নেটওয়ার্কে পোষ্ট করার পর সেদেশের প্রশাসন তীব্র নিন্দা জানিয়েছেন।
ইরাকের নারী মডেলিং জিহান হাশেম কয়েক দিন আগে সেদেশের নেদা আল-ইসলাম জামে মসজিদে উপস্থিত হয়ে সেখানে কিছু ছবি তোলে। পরবর্তীতে ছবিগুলো সামাজিক নেটওয়ার্কে পোষ্ট করে।
এ মসজিদে তোলা ছবিগুলো পোষ্ট করার পর ইরাকের সুন্নি এন্ডোমেন্ট অফিস তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে- সামাজিক নেটওয়ার্কে এ মডেলিংয়ের ছবি প্রকাশের পর সুন্নি এন্ডোমেন্ট অফিসের প্রধান আব্দুল লতিফ আল-হামীম এ বিষয়টি তদন্ত করতে বাগদাদের “আর-রাসাফা” আঞ্চলিক এন্ডোমেন্টের প্রধান “সৈয়দ তাহা আব্দুল মারযুক”-এর নেতৃত্বে আহলে সুন্নতের আলেমদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
এ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে তদন্তে প্রমাণিত হয়েছে, নারী মডেলিং “জিহান হাশেম” মসজিদে নামাজের সময়ের বাহিরে এবং অফিসিয়াল অনুমতি না নিয়ে মসজিদে প্রবেশ করেছে এবং এটি আইনের পরিপন্থী।
এ বিবৃতিতে সুন্নি এন্ডোমেন্ট গুরুত্বারোপ করে উল্লেখ করেছে শীঘ্রই জিহান হাশেমের বিরুদ্ধে মামলা করা হবে। মসজিদ ইবাদতের স্থান এবং এ পবিত্র স্থান ফটোগ্রাফি ও গ্ল্যামারের জন্য নয়। মসজিদের অপমাণ করেছেন তিনি।
-এটি